পলাশবাড়ীতে জমি বিরোধের জেরে বৃদ্ধকে অপহরণ করে নির্মমভাবে পিটিয়ে জখম

হালিম মন্ডল
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি ও পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধকে অপহরণ করে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটে ৯ ডিসেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার বাড়াইপাড়া গ্রামে তুলার মিল সংলগ্ন এলাকায়। আহত ব্যক্তির নাম মোহাম্মদ মতিউর রহমান।

ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলমান থাকায় এলাকার চিহ্নিত দাঙ্গাবাজ ও আইন অমান্যকারী কয়েকজন ব্যক্তি তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন মতিউর রহমান কাজের উদ্দেশ্যে স্থানীয় খায়রুজ্জামানের বাড়ির সামনে গেলে পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষরা লাঠি, লোহার রড, পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে অপহরণ করে এক আসামির বাড়িতে নিয়ে যায়। সেখানে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও কানের পাশে আঘাত করা হয়। পাশাপাশি লোহার পাইপ দিয়ে ডান পায়ের হাঁটুর নিচে আঘাত করে হাড় ভেঙে দেওয়া হয় এবং লোহার রড দিয়ে মাথায় একাধিক আঘাত করা হয়।

ঘটনাস্থলে খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ দ্রুত পৌঁছে স্থানীয় জনতার সহায়তায় দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে পলাশবাড়ী থানার পুলিশ জানায়, ঘটনার পরপরই দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

2 thoughts on “পলাশবাড়ীতে জমি বিরোধের জেরে বৃদ্ধকে অপহরণ করে নির্মমভাবে পিটিয়ে জখম

  1. আমার বাবাকে পূর্ব পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে এই আক্রমণ চালানো হয় আমি এর সুষ্ঠু বিচার চাই

Leave a Reply to Md Aklas Mia Cancel reply

Your email address will not be published. Required fields are marked *