রাজধানীর ডেমরার কোনাপাড়ায় ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ জন বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার

মোঃ আসাদুজ্জামান

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন । ২০২৫ সালের ১২ ডিসেম্বর (শুক্রবার) ভোররাত আনুমানিক ৪টা থেকে ৪:৩০ মিনিটের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB)-এর শিক্ষার্থী গাজী ইরাম রেদওয়ান (২৫/২৬)।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU)-এর শিক্ষার্থী অপু আহমেদ (তপু) (২৫) ।

তারা উভয়েই ডেমরার শানাড়পাড়ের চট্টগ্রাম রোড এলাকায় বসবাস করতেন।

নিহত শিক্ষার্থীরা একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন ।
কোনাপাড়া এলাকায় পৌঁছালে সিটি কর্পোরেশনের ময়লাবাহী একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয় ।

কিছু সূত্র অনুযায়ী ঘাতক ট্রাকটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (DNCC), আবার কোনো কোনো প্রতিবেদনে এটিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (DSCC) গাড়ি হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ট্রাকটি কোনাপাড়ার ‘মিনি কক্সবাজার’ এলাকার দিক থেকে আসছিল ।

স্থানীয়রা এবং তাদের বন্ধু তাওসিফ তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (DMCH) হাসপাতালে নিয়ে যান । ভোর ৫টার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক প্রথমে অপুকে এবং তার কিছুক্ষণ পর ইরামকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-শ-১৪০৫৭৪) জব্দ করেছে, তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।
উল্লেখ্য যে, গত তিন বছরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বেপরোয়া ময়লার গাড়ির ধাক্কায় অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *