মো: আরিফুল ইসলাম
পাবনা জেলা প্রতিনিধি
মানিকনগর আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র ঈশ্বরদী, পাবনাতে উপজেলা/থানা কোম্পানী/প্লাটুন আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ ৭ম ধাপ এর ইংরেজী ০৯/১২/২০২৫ খ্রিষ্টাব্দ হতে ২২/১২/২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত ১৪ দিন মেয়াদি প্রশিক্ষণের জনবল প্রাধিকার- ১২৮ জন। যোগদান- ১২৮ জন। অদ্য হাজির- ১২৮ জন। অদ্যকার দুপুর ১২:০০ ঘটিকায় পাবনা জেলার ০৯টি উপজেলার, উপজেলা/থানা কোম্পানী/প্লাটুন আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ ৭ম ধাপ এর উদ্বোধনী অনুষ্ঠান জনাব মো: ফজলে রাব্বি পিভিএম জেলা কমান্ড্যান্ট, পাবনা (প্রশিক্ষণের শিবির অধিনায়ক) উদ্বোধন করেন মানিকনগর আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র ঈশ্বরদী, পাবনাতে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে নিম্নলিখিত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন:
১। জনাব মো: ফজলে রাব্বি পিভিএম জেলা কমান্ড্যান্ট, পাবনা (প্রশিক্ষণের শিবির অধিনায়ক)
২। জনাব শিহাবুদ্দিন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, কুটচাদপুর, ঝিনাইদহ। সংযুক্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী,পাবনা।
৩। জনাব মোহাম্মদ লুৎফর রহমান উপজেলা প্রশিক্ষক, সদর, পাবনা। (বিভাগীয় প্রশিক্ষক)
৪। জনাব মো: হাফিজুর রহমান উপজেলা প্রশিক্ষক, আটঘরিয়া, পাবনা।
৭ম ধাপ আনসার মৌলিক প্রশিক্ষণ বলতে সাধারণত অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (৭ম ধাপ পুরুষ) বোঝানো হয়, যা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক পরিচালিত হয় এবং এর মাধ্যমে সদস্যরা অস্ত্র পরিচালনা ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিধানে সক্ষমতা অর্জন করে; এই প্রশিক্ষণ মূলত জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয় এবং আগ্রহী পুরুষ প্রার্থীদের নির্দিষ্ট সময়ে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়।
সাধারণ আনসার মৌলিক
প্রশিক্ষণ:
এটি সাধারণ আনসার হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাথমিক পর্ব ও চূড়ান্ত পর্বের মাধ্যমে সম্পন্ন হয়, যা সদস্য/সদস্যাদের অংগীভূত হওয়ার যোগ্যতা অর্জন করায়।
অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (৭ম ধাপ):
এটি একটি বিশেষ ধাপ যেখানে পুরুষ প্রার্থীরা অস্ত্রসহ প্রশিক্ষণ নেয়। এর মূল লক্ষ্য হলো উপজেলা/থানা পর্যায়ের আনসার বাহিনীকে আরও সুসংগঠিত করা এবং দেশরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা চেতনাকে সুদৃঢ় করা।
আধুনিক প্রশিক্ষণ:
নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি কুইক রেসপন্স টিম, দাঙ্গা দমন, ক্লোজ ফিজিক্যাল প্রটেকশন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
বাছাই ও অংশগ্রহণ:
আগ্রহী পুরুষ প্রার্থীরা নির্দিষ্ট সময়ে জেলা কমান্ড্যান্টের কার্যালয় বা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার মাধ্যমে বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন।
এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট যোগ্যতা (বয়স, শারীরিক সক্ষমতা ইত্যাদি) পূরণ করতে হয়।
