মোঃ বদরুজ্জামান বিপ্লব
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার নাগরিক নিরাপত্তা বাড়ানো, সেবা কার্যক্রম আরও ত্বরান্বিত করা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও কল্যাণ নিশ্চিত করতেই দিনব্যাপী এসব কর্মসূচি আয়োজন করা হয়।
দিনের শুরুতে সকাল ৮টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
পরে সকাল ১০টায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে তাঁর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা নিজেদের সমস্যা উপস্থাপন করেন। পুলিশ সুপার এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ নির্দেশনা প্রদান করেন।
এসময় কুড়িগ্রাম জেলা পুলিশের ৩ জন অবসরপ্রাপ্ত সদস্যকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি নভেম্বর ২০২৫ মাসে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ ১২ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
তিনি বলেন, কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উসকানি, মাদক নির্মূল, অপরাধ দমন এবং সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সর্বদা সতর্ক থাকতে হবে। জেলার গুরুত্বপূর্ণ সব মামলার অগ্রগতি নিয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান,কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা,উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম,ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন,
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির,
কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান,এছাড়া বিভিন্ন থানা ও ইউনিট প্রধানসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
