পাবনা থেকে রাজধানী ঢাকায় সরাসরি ট্রেন চলাচল শুরু হবে

মো: আরিফুল ইসলাম
পাবনা জেলা প্রতিনিধি

আগামী ২০২৬ সালের মার্চ মাসেই পাবনা থেকে রাজধানী ঢাকায় সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। মঙ্গলবার সকালে পাবনার পাকশী বিভাগীয় রেল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শেখ মঈনুদ্দিন বলেন, বর্তমানে রেলওয়ে বিভাগে কিছু কোচ সংকট রয়েছে। খুব শিগগিরই এ সমস্যা নিরসন করা হবে। মার্চ মাস থেকেই পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর জন্য রেল বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনের জন্য নির্মিত বর্তমানে অব্যবহৃত রেলস্টেশনটি পর্যালোচনা করে এর ব্যবহার প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশে নৌ, রেল ও সড়কপথকে সমন্বিত করে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে বিশেষ সহকারী জানান, জেলা পর্যায়ের সংযোগ সড়ক চার লেনে উন্নীতকরণ এবং প্রধান সড়কগুলো প্রশস্তকরণের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। পাবনার পুরনো জেলা হিসেবে আব্দুল হামিদ সড়ক প্রশস্তকরণ ও অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনাধীন।

এ ছাড়া আরিচা খাসচর ফেরি সংযোগ প্রকল্প, পাকশীবাধেরহাট সড়ক প্রশস্তকরণ এবং কাশীনাথপুর-উল্লাপাড়া সড়ক প্রশস্তকরণ প্রকল্প সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে জানিয়ে তিনি আরও বলেন, ঈশ্বরদী রেলগেট এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসনে একটি ওভারপাস নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

এর আগে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, পাবনা সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা- ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব পাবনা জেলার অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত দীর্ঘদিনের দাবিগুলো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাছে তুলে ধরেন।

শেখ মঈনুদ্দিন সোমবার ঈশ্বরদী পৌঁছে মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ তার ছাত্রজীবনের স্মৃতিবিজড়িত নর্থ বেঙ্গল পেপারমিল স্কুল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ আব্দুস সামাদ খান মন্টু, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব আবু আহসান খান রেয়ন এবং পশ্চিমাঞ্চল রেলের কর্মকর্তা/কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *