চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

দৈনিক সূর্যোদয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নে আওয়ামী লীগের ২২ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
তারা বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবুর নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে বিএনপির পতাকা হাতে নেন।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা-২ আসনের এই প্রার্থী ইউনিয়নের গহেরপুর, খাড়াগোদা, সুলতানপুর, মোমিনপুরসহ মোট ৭টি পৃথক স্থানে নির্বাচনি পথসভা করেন।
এ সময় এলাকাজুড়ে ছিল নেতাকর্মী ও সাধারণ মানুষের সরব উপস্থিতি।

পথসভায় মাহমুদ হাসান খাঁন বাবু বলেন,
“দেশে এখন ভোটাধিকার নেই, গণতন্ত্র নেই। জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় টিকে থাকা কোনো সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিএনপি আগামীতে ক্ষমতায় এলে এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মোবাইল হাসপাতাল চালু করা হবে।”

যোগদানকারীদের উদ্দেশে তিনি বলেন,
“আপনারা এখন শুধু বিএনপিতে যোগ দেননি, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে শামিল হয়েছেন। এই স্বৈরতন্ত্রের পতনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এই যোগদান নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। অনেকে বলছেন,
এটি আওয়ামী লীগের জন্য বার্তা বহন করছে যে মাঠপর্যায়ে ক্ষোভ ও পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট।
পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *