মো. আরিফুল ইসলাম
জেলা প্রতিনিধি
পাবনা জেলার ৯টি উপজেলার সম্মানী ভাতাভোগী সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, দুপুর ১২টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনা জেলার উদ্যোগে জেলা আনসার কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় মোট ১৫ জন ভাতাভোগী সদস্যকে বাইসাইকেল প্রদান করা হয়, যাতে তাদের কাজের গতি বৃদ্ধি ও উৎসাহ আরও বাড়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফজলে রাব্বি পিভিএম, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও ভিডিপি, পাবনা।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
১। জনাব মোঃ ফজলে রাব্বি, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনা।
২। জনাব তহিদুল ইসলাম, সহকারী জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও ভিডিপি, পাবনা।
৩। জনাব আনোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ঈশ্বরদী, পাবনা।
আনসার ও ভিডিপি সদস্যদের কার্যক্রমে গতি আনতে ও কর্মপরিসরে সহযোগিতা করতে এ ধরনের উদ্যোগকে সকলেই স্বাগত জানিয়েছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সহায়তা সদস্যদের মনোবল ও কাজের আগ্রহ বাড়াবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
