স্টাফ রিপোর্টার
মোঃ আসাদুজ্জামান
আজ (রবিবার, ৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক ও নির্বাচনী জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এই জোটে যে দলগুলো থাকছে:
১।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
২।আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)
৩।বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, “জুলাই অভ্যুত্থানের” অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক কাঠামো গড়ার লক্ষ্যে এই “রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য” গঠন করা হচ্ছে।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের আত্মপ্রকাশ ঘটবে। প্রাথমিকভাবে গণ অধিকার পরিষদসহ আরও কয়েকটি দলের সাথে জোট গঠনের আলোচনা চললেও, শেষ পর্যন্ত তারা এই জোটে থাকছে না।
