বরগুনার আমতলীতে ধান কাটা কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ নারীসহ পাঁচ জন আহত

স্টাফ রিপোর্টার

মোঃ আসাদুজ্জামান

বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত পাঁচজন হলেন মন্নাফ হাওলাদারের স্ত্রী পশারি বেগম (৪৫), ছেলে বিধান চন্দ্র নিপতি (৩৫), মেয়ে লাভলী বেগম (৩০), প্রতিবেশী শ্যমলী বেগম (২৫, অন্তঃসত্ত্বা) এবং মন্নাফ হাওলাদার।

জানা গেছে, ১৫ শতাংশ জমির দখল নিয়ে মন্নাফ হাওলাদার ও জামাল গাজীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১১ নভেম্বর একই জমিতে ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে একবার সংঘর্ষও হয়েছিল।

ওই ঘটনায় উভয় পক্ষ আদালতে মামলা দায়ের করে। জামাল গাজীর করা মামলায় মন্নাফ হাওলাদার ও তার ১১ জন স্বজন বর্তমানে কারাগারে রয়েছেন।

মন্নাফ হাওলাদারের স্বজনরা কারাগারে থাকার সুযোগে শুক্রবার বিকেলে আরিফ গাজীর (জামাল গাজীর ভাই) নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল বিরোধপূর্ণ জমির ধান কাটতে যায়। এ সময় মন্নাফ হাওলাদারের বাড়ির নারীরা বাধা দিলে হামলাকারীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *