দৈনিক সূর্যোদয়
আন্তর্জাতিক ডেস্ক
ইউরোপে স্বপ্নের জীবন গড়ার আশায় দালালচক্রের খপ্পরে পড়ে মানবপাচারের শিকার হন শত শত বাংলাদেশি। গন্তব্যে পৌঁছানো তো দূরের কথা—অপহরণ, নির্যাতন আর বন্দিদশার বিভীষিকাময় অভিজ্ঞতা পেছনে ফেলে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৩১০ জন বাংলাদেশি।
অবৈধ পথে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে লিবিয়ায় তাদের আটক করে বিভিন্ন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। সেখানকার অমানবিক অবস্থায় দীর্ঘদিন আটকে ছিলেন তারা। অবশেষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এই অভিবাসীদের দেশে ফেরত আনা সম্ভব হয়েছে।
ফেরত আসা অনেকেই জানান, মানবপাচারকারীরা ইউরোপ পৌঁছে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে পরিবার থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। পথে লিবিয়ায় নিয়ে গিয়ে তাদের জিম্মি করে অতিরিক্ত মুক্তিপণ আদায়, শারীরিক ও মানসিক নির্যাতন করে দালালচক্র।
আইওএম জানিয়েছে, উদ্ধারকৃতদের কাউন্সেলিং ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
বিশ্লেষকরা বলছেন, মানবপাচার বন্ধে সরকারকে আরো কঠোর হতে হবে এবং সাধারণ মানুষকে সচেতন করতে হবে, যাতে তারা দালালদের মিথ্যা আশ্বাসে প্রতারিত না হয়।
