জাকির হোসেন
চীফ রিপোর্টার
ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনী ও মাওবাদী বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধে পুলিশের তিন কর্মকর্তা সহ ১৫ জন নিহত হয়েছেন। সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাওবাদীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান চালায় যৌথ নিরাপত্তা বাহিনী। অভিযান চলাকালেই মাওবাদীরা অতর্কিত হামলা চালায়, যার ফলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১২ জন মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ জব্দ করেছে নিরাপত্তা বাহিনী।
ছত্তিশগড় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ২৭৫ জন মাওবাদী নিহত হয়েছে বিভিন্ন অভিযানে। তাদের দাবি, এই অভিযান মাওবাদী সন্ত্রাস নির্মূলে বড় এক সাফল্য।
নিহত পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কর্তৃপক্ষ বলছে, জাতীয় নিরাপত্তা ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
