৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে র‌্যাবের যৌথ অভিযানে ভিকটিম উদ্ধারপূর্বক প্রধান আসামি গ্রেফতার

আঃমাবুদ
স্টাফ রিপোর্টার

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

বাদীর এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম ৬ষ্ঠ শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী। তার স্কুলে যাওয়ার সময় আসামি বিভিন্নভাবে আপত্তিকর কুপ্রস্তাবসহ প্রেম নিবেদন করে আসছিলো। ভিকটিম আসামির উক্ত প্রস্তাবে কোন প্রকার কর্ণপাত না করে ঘটনাটি তার পরিবারকে জানিয়ে দিলে তার পিতা ঘটনাটির গুরুত্ব বিবেচনায় মেয়েকে উত্ত্যক্ত না করার জন্য আসামিকে একাধিকবার বাধানিষেধ করেন। এর ফলে ধৃত আসামি আরো ক্ষিপ্ত হয়ে গত ইং ২৮/১০/২০২৫ তারিখ সন্ধ্যা ০৬.০০ ঘটিকায় ভিকটিম প্রাইভেট পড়ে বাড়ী আসার পথে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন ভাউলাগঞ্জ চৌরাস্তার মোড়ে পৌছামাত্রই আসামি এবং সহযোগী অজ্ঞাতনামা আসামিগণ পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ব্যাটারি চালিত অটোগাড়ীতে তুলে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬, তাং- ১২/১১/২০২৫ খ্রিঃ, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৭/৩০।

ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

এরই ধারাবাহিকতায় ইং ৩০/১১/২০২৫ তারিখ রাত ১১.৫৫ ঘটিকায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী, গাজীপুর ক্যাম্প গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার চাঞ্চল্যকার অপহরণ মামলার ভিকটিম উদ্ধারপূর্বক এজাহারনামীয় প্রধান পলাতক আসামি মোঃ সাব্বির হোসেন (২১), পিতা-মোঃ আঃ হানিফ, সাং-বদেশ্বরী, থানা- বোদা, জেলা-পঞ্চগড়‘কে উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভিকটিম ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *