যুক্তরাষ্ট্রের EDA (Excess Defense Articles) প্রোগ্রামের অধীনে অবসরপ্রাপ্ত সামরিক সরঞ্জাম সংগ্রহের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে গ্রিস। এই প্রক্রিয়ায় অস্ত্রের জন্য সরাসরি অর্থ পরিশোধ করতে হবে না; বরং গ্রিসকে কেবল পরিবহন ও আধুনিকায়নের খরচ বহন করতে হবে।
গ্রিস যেসব সামরিক সরঞ্জাম পেতে আগ্রহী, তার মধ্যে রয়েছে:
- M109A5/A6 Paladin অটোমেটেড কামান
- M1A1/A2 Abrams প্রধান যুদ্ধ ট্যাংক
- Bradley পদাতিক যুদ্ধযান (IFV)
- Humvee সামরিক যান
- Apache অ্যাটাক হেলিকপ্টার
- Black Hawk মাল্টি-রোল হেলিকপ্টার
- এবং বিভিন্ন ধরনের সামরিক ড্রোন
গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই সরঞ্জামগুলো দেশের স্থলবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নে বড় ভূমিকা রাখবে।
যুক্তরাষ্ট্র সাধারণত এই প্রোগ্রামের মাধ্যমে বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা কম খরচে শক্তিশালী করে।
