আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে কয়েনভাগ্য পাশে পেলেন না নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শুরু খেলা। শান্ত জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিং নিতেন। তাই টসে কিছুটা হলেও পিছিয়ে গেল বাংলাদেশ।
বাংলাদেশ দলে টেস্ট অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের। এই ফরম্যাটে বাংলাদেশের ১০৮তম ক্রিকেটার মুরাদ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে তার শিকার ১৬৫ উইকেট।
তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও মুরাদের সঙ্গে দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাকে নিয়ে খেলতে নামছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সবশেষ ম্যাচের একাদশে পরিবর্তন দুইটি। এনামুল হক বিজয় ও নাঈম হাসানের জায়গায় এসেছেন মাহমুদুল হাসান জয় ও মুরাদ।
আয়ারল্যান্ড একাদশে আছে দুজন অভিষিক্ত ক্রিকেটার। প্রথমবারের মতো স্বীকৃত ক্রিকেট খেলতে নামছেন বোলিং অলরাউন্ডার জর্ডান নিল। এছাড়া টেস্ট ক্যাপ পেয়েছেন ২৩ বছর বয়সী ক্যাড কারমাইকেল।
