মো: আরিফুল ইসলাম
পাবনা জেলা প্রতিনিধি
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে পাবনা জেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। মহান বিজয় দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। একই সময়ে সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এরপর মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত দুর্জয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সকাল ৯টায় শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং সুবিধাজনক সময়ে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
বাদ যোহর জেলার সকল মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্থতা এবং জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে। একইদিন হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা ও প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে প্রীতিভোজের আয়োজন করা হবে।
বেলা আড়াইটায় রূপকথা সিনেমা হলসহ জেলার বিভিন্ন সিনেমা হলে স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। বিকেল ৩টায় লেডিস ক্লাব চত্বরে মহিলাদের আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা এবং বিকেল ৪টায় শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে সরকারি কর্মকর্তা বনাম বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের মাঝে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে তিন দিনব্যাপী বিজয় মেলা ও আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে গ্রহণ করা এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য পাবনা জেলার সকল নাগরিককে আমন্ত্রণ জানিয়েছেন জেলা প্রশাসক শাহেদ মোস্তফা।
