হাইওয়ে মহাসড়কে বসছে ১৪০০ আধুনিক সিসি ক্যামেরা, আইন লঙ্ঘন করলে জরিমানা হবে ডিজিটাল পদ্ধতিতে

স্টাফ রিপোর্টার

মো: আসাদুজ্জামান

বাংলাদেশের মহাসড়কে নজরদারি জোরদার করতে হাইওয়ে পুলিশ ১৪০০টি আধুনিক ক্যামেরা বসাচ্ছে, যার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনের মালিকের কাছে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল জরিমানা যাবে। এই উদ্যোগের লক্ষ্য হলো সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানো।

নতুন ব্যবস্থায় ক্যামেরা ওভার স্পিড, সিগন্যাল অমান্য করা, এবং অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করবে।
মোবাইলে এসএমএস: আইন লঙ্ঘনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে গাড়ির নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

জরিমানার বার্তায় উল্লেখ থাকবে কোথায়, কী কারণে, এবং কত টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানা অনলাইনে নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে; এখন থেকে পুলিশের হাতে সরাসরি নগদ অর্থ দিয়ে জরিমানা দেওয়ার সুযোগ থাকবে না।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের প্রধান প্রধান মহাসড়কগুলোতে এই ক্যামেরা বসানো হচ্ছে।

নতুন ক্যামেরাগুলো শুধু গতি মাপার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং যানবাহনের চলাচল বিশ্লেষণ, জনসমাগম শনাক্তকরণ এবং সন্দেহজনক আচরণও পর্যবেক্ষণ করতে সক্ষম।

এই ক্যামেরার ভিডিও ফুটেজ ও টাইম-স্ট্যাম্পড ডেটা আদালতে ডিজিটাল প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে, যা মামলা নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই উদ্যোগটি বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই ডিজিটাল জরিমানার পুরো প্রক্রিয়া চালু হয়ে যাবে বলে হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *