আঃমাবুদ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ,প্রতারণা, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র্যাব-১০, সিপিএসসি, লালবাগ, ঢাকার যৌথ আভিযানিক দল ০৭ /১২/ ২০২৫ তারিখ সন্ধ্যা ০৬.১৫ ঘটিকায় ডিএমপি, ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন বড়গ্রাম চেয়ারম্যানবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারনা মামলায় ০৫ বছরের সশ্রমকারাদন্ডে দন্ডিত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি শেখ মাসুদুর রহমান ওরফে রুবেল (৫৫), পিতা-মৃত আব্দুর রহমান সরকার, সাং-দক্ষিন মরুয়াদহ , থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি হত্যা, ধর্ষণ, রাহাজানি,মাদক চোরাকারবারীসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
