রাশিয়ার শক্তিশালী গোয়েন্দা সংস্থা এফএসবি (FSB) এক চাঞ্চল্যকর দাবি করেছে—ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থা ও তাদের ব্রিটিশ সহযোগীরা মিলে রাশিয়ার একটি মিগ–৩১ (MiG-31) যুদ্ধবিমান ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছিল।
এফএসবির পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ পাইলটদের লক্ষ করে ৩০ লাখ মার্কিন ডলার ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাবটি ছিল অত্যন্ত স্পষ্ট: মিগ-৩১ বিমানটি নিয়ে ন্যাটো মিত্রদের ঘাঁটি—রোমানিয়ার একটি সামরিক ঘাঁটির দিকে উড়ে যেতে হবে, যেখানে বিমানটি ও তার প্রযুক্তি ইউক্রেন ও পশ্চিমা গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হতো।
বিশ্লেষকরা বলছেন, মিগ-৩১ যুদ্ধবিমানটি কেবল রাশিয়ার অতি আধুনিক প্রতিরক্ষা সক্ষমতার প্রতীকই নয়, এটি ‘কিঞ্জাল’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম, যা কয়েক মিনিটের মধ্যে হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই ক্ষেপণাস্ত্র যুক্ত বিমান যদি ইউক্রেন বা ন্যাটো ঘাঁটিতে পৌঁছাত, তবে সেটি রাশিয়ার জন্য এক কৌশলগত বিপর্যয়ে পরিণত হতো।
FSB জানায়, রুশ নিরাপত্তা বাহিনী বিষয়টি আগেভাগেই শনাক্ত করে এবং ছিনতাই পরিকল্পনায় জড়িতদের ধরতে একটি গোয়েন্দা ফাঁদ তৈরি করে। শেষ পর্যন্ত অভিযানের পুরো পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়।
