স্টাফ রিপোর্টার
মোঃ আসাদুজ্জামান
রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর, ২০২৫) ভোরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আগারগাঁও পাকা মার্কেটের কাছে একটি টিনশেড বাসায় এই বিস্ফোরণ ঘটে।
একই পরিবারের ছয় সদস্য দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন মো. জলিল মিয়া (৫০), তাঁর স্ত্রী আনেজা বেগম (৪০), ছেলে আসিফ মিয়া (১৯) ও সাকিব মিয়া (১৬), মেয়ে মনিরা আক্তার (১৭) এবং নাতনি ইভা (৬)।
দগ্ধদের সকাল পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে বা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে ছিল এবং ভোরের দিকে কোনোভাবে আগুন লেগে এই বিস্ফোরণ ঘটেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধদের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
