আঃমাবুদ
স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস আজ: জাতির গৌরব, ঐক্য ও গণতান্ত্রিক অঙ্গীকারের দিন
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস।
আর এই বিজয় দিবস কে লক্ষ করে রংপুরের নানা আয়োজনে পালিত হয়েছে ১৬ ডিসেম্বর।
১৬ ডিসেম্বর কে প্রানান্ত করতে রংপুর জেলা প্রশাসন আয়োজন করেছেন বিজয় মেলা ২০২৫।
এই মেলা টি বসেছে রংপুর জেলা স্কুল মাঠে
মেলাটি উদ্বোধন করেন রংপুর জেলা বিভাগীয় প্রধান কমিশনার ও জেলা প্রশাসক। সাথে আর ও অনেকে জেলা প্রশাসনের কর্মকর্তা ছিলেন। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টোল ঘুরে দেখেন এবং সকলের সাথে মতবিনিময় করেন এবং মেলা চলাকালীন কোন সমস্যা হলে মেলাকর্তি পক্ষ ব্যাবস্হা নিবেন বলে আশ্বাস দেন। মেলা চলবে তিন দিন তার পর রংপুর জেলা প্রশাসনের উদোগ্যে আরো বেরে ব্যাসিক মেলা হবে দশ দিন মোট ১৩ দিন ব্যাপি এই মেলাটি চলবে।
মেলা প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনার সবাই কে মেলায় আসার আহবান জানিয়েছেন। তিনি আরও বলেন হাজার বছরের বাঙালি জাতির শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ।
১৯৭১ সালের ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি দখলদার বাহিনীকে পরাজিত করে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে এই দিনে। তাই এই দিনটি কে আমাদের স্বরণ করে রাখতে হবে।
এবং
গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক করতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের সংস্কৃতি গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন। এবং যারা উদক্তা আছেন তাদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।
মুক্তিযুদ্ধের চেতনায় জনগণের প্রকৃত ক্ষমতায়ন ও গণতান্ত্রিক উত্তরণের নবযাত্রা যে কোনো মূল্যে রক্ষার শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।
ইতিহাসের ধারাবাহিকতায় ভাষা আন্দোলনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বীজ রোপিত হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংগ্রাম ১৯৭১ সালে চূড়ান্ত রূপ নেয়। ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনীর গণহত্যার মধ্য দিয়ে শুরু হয় সশস্ত্র প্রতিরোধ। দেশের সব ধর্ম-বর্ণের মানুষ প্রশিক্ষণ ও আধুনিক অস্ত্রের অভাব সত্ত্বেও জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ৩০ লাখ শহিদের প্রাণ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আসে চূড়ান্ত বিজয়।
আজ জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় শহিদদের স্মরণ করছে।
দিবসটি উপলক্ষে সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডিএমপি বিশেষ ব্যবস্থা নিয়েছে। আজ সরকারি ছুটি। শহরজুড়ে বাজছে মুক্তির গান, উড়ছে লাল-সবুজ পতাকা উড়ছে।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ সারাদেশে উদযাপন আর শ্রদ্ধায় স্মরণ করছে স্বাধীনতার অমর শহিদদের।
