স্টাফ রিপোর্টার
মোঃ আসাদুজ্জামান
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর, ২০২৫) দুপুরে পুলিশের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
মোহাম্মদপুর থানা পুলিশ ঝালকাঠি জেলার নলছিটি এলাকা থেকে আয়েশাকে গ্রেপ্তার করে। গত ৮ ডিসেম্বর, সোমবার, মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ফ্ল্যাট থেকে লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) মরদেহ উদ্ধার করা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, আয়েশা বোরকা পরে ফ্ল্যাটে প্রবেশ করে এবং হত্যাকাণ্ডের পর নাফিসার স্কুল ইউনিফর্ম ও মুখে মাস্ক পরে একটি ব্যাগ হাতে বেরিয়ে যায়।
নিহত লায়লা ফিরোজের স্বামী এ জে এম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় গৃহকর্মী আয়েশার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আয়েশার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, আয়েশাকে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
