ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে বাসের ভেতর ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম জুলহাস মিয়া (৩৫)। তিনি ‘আলম এশিয়া পরিবহণ’ নামের একটি বাসের চালক ছিলেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, কর্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গভীর রাতে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ সময় বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন চালক জুলহাস মিয়া, যিনি পুড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, “লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশের টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
