আন্তর্জাতিক ডেস্ক
দৈনিক সূর্যোদয়
বেলারুশ থেকে সন্দেহজনক বেলুন অনুপ্রবেশের ঘটনায় লিথুয়ানিয়া সরকার রাজধানী ভিলনিয়াসসংলগ্ন এলাকায় জরুরি অবস্থা জারি করেছে।
সরকারি সূত্রে জানা গেছে, বারবার আকাশপথে প্রবেশকারী এসব বেলুন চোরাচালানকারীরা সিগারেট পরিবহনের জন্য ব্যবহার করছে। তবে লিথুয়ানিয়া এটিকে শুধু চোরাচালান নয়, বরং “হাইব্রিড আক্রমণ” হিসেবে বিবেচনা করছে।
সেনাবাহিনী মাঠে
জরুরি অবস্থার আওতায় এখন সীমান্ত রক্ষা ও নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেনারা এখন থেকে—
- যানবাহন তল্লাশি,
- পরিচয়পত্র যাচাই,
- এবং সন্দেহভাজনদের আটকের মতো কাজ করতে পারবে।
পূর্ব ইউরোপে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
বেলারুশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে লিথুয়ানিয়ার আশঙ্কা, এটি প্রতিবেশী রাষ্ট্রের পরিকল্পিত উসকানি হতে পারে।
সীমান্ত নিরাপত্তায় আরও কড়াকড়ি আরোপের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
