রাজনৈতিক অঙ্গনে চলমান উত্তেজনার মধ্যেই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সোমবার (১০ নভেম্বর) রাতে দলের স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেই সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ জানাতেই আজকের সংবাদ সম্মেলনের আয়োজন।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা সম্মেলনে উপস্থিত থাকবেন। মূলত দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত অবস্থা এবং বিএনপির পরবর্তী কর্মপন্থা নিয়ে জাতিকে অবহিত করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষে দেশের রাজনীতিতে যে অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করছে, বিএনপি এই সংবাদ সম্মেলনে তার ব্যাখ্যা দেবে বলে ধারণা করা হচ্ছে। এতে নির্বাচন কমিশনের ভূমিকা, বিরোধী দলের ওপর দমন–পীড়ন এবং চলমান আন্দোলন সম্পর্কেও বক্তব্য আসতে পারে।
সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে গুলশান কার্যালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। দলটির নেতাকর্মীরা বলছেন, এটি হতে পারে আন্দোলনের নতুন ধাপে প্রবেশের এক গুরুত্বপূর্ণ বার্তা।
