পাবনা জেলার ফরিদপুর উপজেলার ইতিহাস

মোঃ আরিফুল ইসলাম
পাবনা জেলা প্রতিনিধি

ফরিদপুর উপজেলা শিক্ষা সংস্কৃতিতে একটি অনন্য। এখানে আছে শতবছরের পুরনো রাজা বনমালী রায় বাহাদুর এর রাজবাড়ী। তাই রাজার নাম অনুসারে এখানে বাজারের নাম হয়েছে বনওয়ারীনগর বাজার। ফরিদপুর উপজেলায় আছে শতবছরের পুরাতন হাইস্কুল বনওয়ারীনগর সরকারি করোরেশন পাইলট উচ্চ বিদ্যালয়। আছে নাম করা কলেজ সরকারি ইয়াছিন ডিগ্রি (অনার্স) কলেজ। আছে বনওয়ারীনগর সিনিয়র ফাজিল মাদরাসা। আরও আছে শতবছরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ-আবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। ফরিদপুর উপজেলাটি বড়াল নদীর তীরে গড়ে উঠেছে।

অবস্থান ও আয়তনঃ
ফরিদপুর উপজেলা ভৌগলিকভাবে ২৪.০০৫’-২৪.০১৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১৭-৮৯.০২৭ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে এর অবস্থান। ফরিদপুর উপজেলার উত্তরে ভাঙ্গুড়া উপজেলা ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা, দক্ষিণে সাঁথিয়া উপজেলা ও আটঘরিয়া উপজেলা পূর্বে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা, পশ্চিমে চাটমোহর উপজেলা ও ভাঙ্গুড়া উপজেলা।

ফরিদপুর উপজেলার ইউনিয়ন গুলো হচ্ছে ৬টিঃ
১। বৃলাহিড়ীবাড়ী ইউনিয়ন
২। পুংগলী ইউনিয়ন
৩। ফরিদপুর ইউনিয়ন
৪। হাদল ইউনিয়ন
৫। বনওয়ারীনগর ইউনিয়ন
৬। ডেমরা ইউনিয়ন
পৌরসভা হচ্ছেঃ
১। ফরিদপুর পৌরসভা

ফরিদপুর উপজেলার মোট জন সংখ্যাঃ ১,২৩,৯১৯ জন। যার মধ্যে ৬৩,৬১৮ জন রয়েছে পুরুষ এবং নারী সংখ্যা ৬০,৩০১ জন।

শিক্ষাঃ
ফরিদপুর উপজেলায় প্রায় ৫০% এর বেশী মানুষই শিক্ষিত (যাদের বয়স ৭ বছরের উপরে)। মেয়েদের শিক্ষার হার ৪৩% এবং ছেলেদের শিক্ষার হার ৫১%।

শিক্ষা প্রতিষ্ঠান সমূহঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা– ৪৮টি।
রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা– ৩২টি।
১২টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে রয়েছে– ৩টি বালিকা উচ্চ বিদ্যালয়। মাদ্রারাসার সংখ্যা– ৪৯টি। ব্রাক স্কুল– ৪৯টি।
মহাবিদ্যালয়– ৪টি।

দর্শনীয় স্থানঃ
১। রাজা বনমালী রায় বাহাদুর রাজবাড়ী।
২। শাহ ফরিদপুরীর মাজার।
৩। চিথুলিয়া ঠাকুরবাড়ি
দিঘির ভিটা বটমূল।
৪। হাদল সৈকত।
৫। বিলচান্দক সৈকত।
৬। ডেমরা পাথার।
৭। দেওভোগ পার্ক।

অর্থনীতি প্রধানত কৃষি নির্ভরঃ ফরিদপুর উপজেলার প্রায় ৭৫-৮৫% লোক কৃষির উপর প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে নির্ভরশীল। প্রধান ফসল ধান, সরিষা, গম, পাট, খেসারি, পিঁয়াজ ইত্যাদি।

উল্লেখযোগ্য ব্যক্তিবর্গঃ
১। মোঃ সাইফুল আজম- বৈমানিক।
২। মাসুম আজিজ- অভিনেতা।
৩। এম. এইচ সিয়াম- প্রকৌশলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *