মোঃ বদরুজ্জামান বিপ্লব
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা ফুলবাড়ীতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুল হাসান নাঈম সম্প্রতি তিনি ঢাকার সূত্রাপুর থানায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে ফুলবাড়ী থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। তাঁর যোগদানকে স্বাগত জানাতে এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে সোমবার সকালে ফুলবাড়ী উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ থানায় গিয়ে এক সৌজন্য ও শুভেচ্ছা সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতের শুরুতে ফুলবাড়ী বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ নবাগত ওসির হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন। তারা জানান, ওসি নাঈমের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নৈতিক নেতৃত্ব ফুলবাড়ীর আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও স্থিতিশীল ও জনবান্ধব করবে। একইসঙ্গে তারা শ্রমজীবী মানুষের নিরাপত্তা, বৈদ্যুতিক নির্মাণশীল কর্মীদের ঝুঁকিপূর্ণ কাজের পরিবেশ, দুর্ঘটনার সময়ে প্রয়োজনীয় সহযোগিতা এবং আইনি সহায়তা বিষয়ে বিভিন্ন আলোচনা উপস্থাপন করেন।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, ইউনিয়নের শ্রমিকরা উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক সংযোগ স্থাপন, মেরামত ও নির্মাণ কাজে যুক্ত থাকেন। প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করতে হয়, যার জন্য পুলিশ প্রশাসনের দিকনির্দেশনা ও দ্রুত সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। এতে শ্রমিকদের কাজ আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক,অর্থ বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান বিপ্লব,ফুলবাড়ী ইউনিয়ন সভাপতি এশরাদুল হক,
নওডাঙ্গা ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি, ফুলবাড়ী ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ তুষার ইসলাম,ফুলবাড়ী ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলামসহ আরো অনেকে।
সাক্ষাৎকালে নবাগত ওসি মোঃ মাহমুদুল হাসান নাঈম ইউনিয়নের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন“ফুলবাড়ী একটি শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় এলাকা। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। আপনাদের মতো শ্রমজীবী সংগঠনগুলো সহযোগিতা করলে আইন-শৃঙ্খলা রক্ষা আরও সহজ হবে।
তিনি আরও বলেন,মাদক, অপরাধ, চোরাচালানসহ যেকোনো অনৈতিক কার্যকলাপ দমনে পুলিশ কঠোর অবস্থানে থাকবে,শ্রমিকরা কোনো সমস্যায় পড়লে সরাসরি থানায় এসে সহযোগিতা নিতে পারবেন।
ফুলবাড়ী বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রহমান নবাগত ওসিকে ধন্যবাদ জানিয়ে বলেন“শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, নতুন ওসির নেতৃত্বে শ্রমিকদের সমস্যা সমাধানে আরও দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে সকলেই একসঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
