নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন জনাবা মিজ্ উম্মে ইমামা বানিন

মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি

পাবনা জেলার ফরিদপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন জনাবা মিজ্ উম্মে ইমামা বানিন (১৮৭৭৩) বিগত ইং ০১/১২/২০২৫ খ্রি: তারিখ এ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাহার এ পদায়ন নিশ্চিত করা হয়েছে।

‎প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, The Code of Criminal Procedure, 1898–এর Section 144 এর ক্ষমতাবলে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে নিয়োজিত অফিসারদের বদলি/পদায়ন কার্যকর করার প্রয়োজনীয়তা রয়েছে বলে এর আলোকে জনাবা মিজ্ উম্মে ইমামা বানিন (১৮৭৭৩) উপজেলার নতুন নির্বাহী অফিসার হিসেবে Stand Released করে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেয়া হয়।

‎প্রজ্ঞাপনে আরও বলা হয় যে, দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট অফিসারকে অবিলম্বে কর্মস্থলের বর্তমান অবস্থার নাম/স্থাপনাসহ সমস্ত তথ্য মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।

‎সরকারি আদেশ অনুযায়ী
জনাবা মিজ্ উম্মে ইমামা বানিন (১৮৭৭৩) দ্রুতই ১০/১২/২০২৫ খ্রি: তারিখ এ নতুন কর্মস্থল পাবনা জেলার ফরিদপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগে যোগদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *