দিনাজপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ পরিচালনায় ইট ভাটায় পাঁচ লক্ষ টাকা জরিমানাসহ চিমনী ধ্বংস

আঃমাবুদ
স্টাফ রিপোর্টার

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

সাম্প্রতিক সময়ে দিনাজপুর জেলায় বিভিন্ন ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপনের তথ্য পাওয়া যায়।
উক্ত তথ্যের সত্যতা নিশ্চিতকরণসহ অবৈধ ইটভাটা ব্যবসায়ীদের আইনের আওতায় আনা ও প্রসার রোধে র‌্যাব-১৩ গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে।

র‌্যাবের চলমান অভিযানের ধারাবাহিকতায় তারিখ ০৯/১২/২০২৫ সকাল ১১.০০ ঘটিকা হতে বিকাল ০৪.৪০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগণের নেতৃত্বে দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন খলিলপুর দেবেরহাট এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১৩)/ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৫(১)(২)/৬ এর বিধান লঙন করে ১৫/১৬ ধারা অনুসারে লাইসেন্স ব্যতীত/জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত মাটির ব্যাবহার/মানমাত্রার অতিরিক্ত সালফার, অ্যাশ, মারকারি সম্বলিত কয়লা ব্যবহার/নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে ভাই ভাই ব্রিক্সস প্রতিষ্ঠানের মালিক মোঃ মোস্তাকিম সরদার, সাং- খলিলপুর সরদারপাড়া, থানা- পার্বতীপুর, জেলা- দিনাজপুরকে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জরিমানা এবং একই থানাধীন হরিরামপুর ইউপিস্থ দক্ষিণ পলাশবাড়ি সাকিনস্থ এলাকায় অবস্থিত ARB Bricks এর ০১ চিমনী এবং হামিদপুর ইউপিস্থ খলিলপুর সরদারপাড়া সাকিনস্থ Sotota Bricks এর ০১ চিমনীসহ মোট ০২ টি চিমনী ধ্বংস করা হয়।

বিভিন্ন অপরাধ দমনে র‌্যাব-১৩ এর প্রতিটি সদস্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করে যাচ্ছে এবং অপরাধ প্রতিরোধে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *