মো: বদরুজ্জামান বিপ্লব
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছিলাখানা এলাকায় ১৬ শতাংশ জমি নিয়ে চলমান বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার দুপুরে সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে। বর্তমানে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত নারীর নাম কুলসুম বেগম। অপর দুই নিহত হলেন আলতাফ ও এরশাদুল।
নাগেশ্বরী থানা পুলিশের ওসি রেজাউল করিম রেজা জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
