কুড়িগ্রামে বোরো আবাদে গতি আনতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ বদরুজ্জামান বিপ্লব
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে এবং বোরো মৌসুমের উৎপাদন বৃদ্ধি সহজ করতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী বোরো ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। পাশাপাশি আরও ১,২০০ জন কৃষকের হাতে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ দিলারা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার রাফিকা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার শিশির কুমার ঈশোর, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহনাজ লাইজু চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

কৃষি কর্মকর্তারা জানান, সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি উন্নত মানের বীজ ব্যবহারে সহায়তা করবে। এতে বোরো মৌসুমে অধিক ফলন নিশ্চিত হবে এবং কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *