আন্তর্জাতিক ডেস্ক
দৈনিক সূর্যোদয়
কাজাখস্তানে পাবলিক স্থানে নিকাব পরলে শাস্তির বিধান সংবলিত একটি বিল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ মাজিলিসে পাস হয়েছে। বিলটি এখন যাবে সিনেটে। সেখানে অনুমোদিত হলে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হবে।
বিলের গুরুত্বপূর্ণ দিকগুলো:
- প্রথমবার কেউ পাবলিক স্থানে নিকাব পরে ধরা পড়লে কেবল সতর্কবার্তা দেওয়া হবে।
- দ্বিতীয়বার একই কাজ করলে ৭৮ মার্কিন ডলার (বর্তমান হারে) জরিমানা করা হবে, যা ২০২৬ সালে বেড়ে ৮৬ ডলারে দাঁড়াবে।
নিকাব বিতর্কের পটভূমি:
কাজাখস্তানে গত কয়েক বছর ধরেই নিকাব নিয়ে বিতর্ক চলছিল।
২০২৪ সালে প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ নিকাব নিষিদ্ধ করে একটি আইন স্বাক্ষর করেন।
তখন এক বক্তব্যে তিনি নিকাবকে “আদিম ও চাপিয়ে দেওয়া পোশাক” বলে উল্লেখ করেন এবং জানান, এটি দেশের প্রথাগত মূল্যবোধ ও জাতীয় পরিচয়ের বিরুদ্ধে।
এই আইনের সমর্থকরা বলছেন, এটি ধর্মীয় উগ্রতা ও বিদেশি সংস্কৃতির প্রভাব ঠেকাতে সহায়ক হবে। তবে সমালোচকরা একে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং ধর্মীয় বৈষম্য হিসেবে দেখছেন।
আইনটি পাস হলে কাজাখস্তান হবে মধ্য এশিয়ার প্রথম দেশ, যেখানে পাবলিক প্লেসে নিকাব পরায় আইনি শাস্তির বিধান কার্যকর হবে।
