আন্তর্জাতিক ডেস্ক
দৈনিক সূর্যোদয়
যুক্তরাষ্ট্র কংগ্রেস ২০২৬ সালের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (NDAA)–এর খসড়ায় ইউরোপ ও দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন কমানোর ওপর কড়া বিধিনিষেধ আরোপ করেছে।
কী বলা হয়েছে প্রস্তাবিত আইনে?
- ইউরোপে ৭৬,০০০ সেনার নিচে মোতায়েন নামানো যাবে না।
- দক্ষিণ কোরিয়ায় সেনা সংখ্যা ২৮,৫০০-এর নিচে নামানো যাবে না।
- সেনা কমানোর আগে পেন্টাগনকে নিরাপত্তা পরিস্থিতি ব্যাখ্যা করতে হবে এবং মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করতে হবে।
এই পদক্ষেপের লক্ষ্য হলো, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নিরাপত্তা দায়িত্ব ও মিত্র দেশগুলোর প্রতিরক্ষা নিশ্চয়তা অক্ষুণ্ণ রাখা। সাম্প্রতিক সময়ে ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কারণে এই অঞ্চলে সেনা উপস্থিতিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পরবর্তী ধাপ
প্রস্তাবিত এই আইনটি ক্রিসমাসের আগেই প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের জন্য পাঠানো হতে পারে, এবং সেটি আইনে পরিণত হলে এটি সেনা প্রত্যাহারে প্রশাসনের স্বাধীনতাকে উল্লেখযোগ্যভাবে সীমিত করবে।
বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত কেবল সামরিক কৌশল নয়, বরং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব ধরে রাখার কৌশলগত বার্তা বহন করছে।
