আগামী ১৪ নভেম্বর বছরের শেষ প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছিলেন কোচ স্ক্যালোনি, সেই দলে ইনজুরির কারণে ছিটকে গেছেন এঞ্জো ফার্নান্দেজ। তার বদলি হিসেবে স্ক্যালোনি দলে ডেকেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বড় ভাই কেভিন ম্যাক অ্যালিস্টারকে।
এঞ্জো ফার্নান্দেজের অভাব পূরণ করতে তার জায়গা ডাকা হয়েছে কেভিন ম্যাক অ্যালিস্টারকে। তিনি বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সাঁ-জিলোয়াজে খেলেন। ডিফেন্সিভ এই মিডফিল্ডার ২০২৩ সাল থেকে ক্লাবটিতে খেলে আসছেন।
এদিকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে কেভিন বলেন, ‘ম্যাচের দুই ঘণ্টা আগে আমি একটি ফোন পাই— আগামীকাল আমি আলিকান্তে উড়ে যাচ্ছি জাতীয় দলে যোগ দিতে। এটা আমার জীবনের প্রথমবার, আর আমি জানি আমি একা এটা অর্জন করিনি— এই ড্রেসিং রুমের প্রতিটি মানুষের অবদানে এটা সম্ভব হয়েছে। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
২০১৯ প্রথমবার আর্জেন্টিনার দলে ডাক পেয়েছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এরপর থেকে নিয়মিত আর্জেন্টিনার দলে খেলে যাচ্ছেন তিনি। এখন দেখার বিষয় অ্যালেক্সিসের ভাই কেভিন ম্যাক অ্যালিস্টার জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখতে পারেন কিনা।
