আন্তর্জাতিক অপরাধ আদালতে সুদানের জাঞ্জাউইদ নেতা আলি কুশাইবের ২০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) সুদানের জাঞ্জাউইদ মিলিশিয়া নেতা আলি মুহাম্মদ আলি আবদুর-রহমান ওরফে আলি কুশাইবকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

দারফুরে দুই দশক আগে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তিনি অভিযুক্ত ছিলেন।

গত অক্টোবর মাসে আইসিসির বিচারকরা তাকে ২৭টি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেন।

এসব অপরাধের মধ্যে ছিল—বেসামরিক মানুষ হত্যা, নির্যাতন, সংঘবদ্ধ ধর্ষণ পরিচালনা এবং দারফুরের পশ্চিমাঞ্চলে গ্রামাঞ্চলে ব্যাপক হামলা সংগঠিত করা।

২০০৩–২০০৪ সালে দারফুরে সংঘটিত সহিংসতার সময় জাঞ্জাউইদ মিলিশিয়াদের নেতৃত্ব দেন কুশাইব।
তার নির্দেশেই অসংখ্য গ্রাম আক্রমণ, গণহত্যা ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে বলে আদালতে উপস্থাপিত প্রমাণে উঠে আসে।

মানবাধিকার সংস্থাগুলো এই রায়কে দারফুর গণহত্যার ভুক্তভোগীদের প্রতি “বিলম্বিত হলেও গুরুত্বপূর্ণ ন্যায়বিচার” হিসেবে আখ্যায়িত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *