আজ কাঙ্খিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একটি গণভোটের তফসিল ঘোষণা হবে

স্টাফ রিপোর্টার

মোঃ আসাদুজ্জামান

আজ, ১১ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একটি জাতীয় গণভোটের তফসিল ঘোষণা করবেন। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণের মাধ্যমে তিনি এই তফসিল ঘোষণা করবেন, যা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারিত হবে।

এই নির্বাচন ও গণভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে দেওয়া হলো
১। অনানুষ্ঠানিকভাবে জানা গেছে যে, ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে (সম্ভাব্য তারিখ ৮ বা ১২ ফেব্রুয়ারি) এই নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে পারে।

২। দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষে গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।

৩। এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

৪। সংসদ নির্বাচনের ব্যালট পেপারের রঙ হবে সাদা-কালো এবং গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের।

তফসিল ঘোষণার পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ নতুন কোনো উন্নয়ন প্রকল্প অনুমোদন করতে পারবে না। এছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের প্রচারসামগ্রী (পোস্টার, ব্যানার) অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *